Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে দুই গারো নারীর লাশ উদ্ধার


২০ মার্চ ২০১৮ ২২:২২ | আপডেট: ২১ মার্চ ২০১৮ ০৮:১১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর গুলশান কাঁলাচাদপুর স্কুলের পাশের চারতলার একটি বাসা থেকে দুই নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বেসেত চিরান (৬৫) ও তার মেয়ে সুজাতা চিরান (৪০) এই দুইজন নারী গারো সম্প্রদায়ের বলে জানিয়েছে পুলিশ।

গুলশান বিভাগের  উপপুলিশ কমিশনার মোস্তাক আহমেদ সারাবাংলাকে জানান, আনুমানিক রাত ৯টার দিকে তারা ঘটনাটি জানতে পারে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, দুই রুমের ওই বাসায় একটি রুমের খাটের ওপর থেকে সুজাতার লাশ উদ্ধার করা হয়েছে। ধারাল অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করা হয়েছে। তার পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ছাড়া পাশের রুমের একটি খাটের নিচে থেকে বেসেতের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সুজাতা তার মা-বাবা, তিন বোন মায়াবী, মাধবী, সুরভী ও মায়াবীর স্বামী পেলেস্তারার সঙ্গে ওই বাসায় থাকতেন।

মঙ্গলবার দুপুরে তাদের বাসায় সুজাতার ভাগ্নের সঙ্গে কয়েকজন অতিথি আসে। বিকেলে তারা বাসা থেকে চলে যাওয়ার পর মায়াবীর স্বামী পেলেস্তারা বাসায় এসে দুজনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে মায়াবী ও আশীষকে খবর দেয়। তাদের হৈ চৈ শুনে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ উদ্ধার প্রক্রিয়া শুরু করে বলে জানান, গুলশান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম।

তিনি বলেন, তাদের একজনের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

আলামত সংগ্রহের পর লাশ দুটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/ইউজে/এমআই/জেডএফ

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর