Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড় কেটে সড়ক: ঠিকাদারকে ২০ লাখ জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪১

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো : সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্মাণাধীন একটি সড়কের জন্য পাহাড় কাটার অপরাধে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। কক্সবাজার জেলার চকরিয়ার বরইতলী থেকে পেকুয়ার মগনামা পর্যন্ত সড়ক নির্মাণের জন্য পাহাড় কর্তন করে প্রতিষ্ঠানটি।

সোমবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর কার্যালয়ে এ সংক্রান্ত শুনানি শেষে অধিদফতরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এই ক্ষতিপূরণ ধার্য করেন।

বিজ্ঞাপন

নূরুল্লাহ নূরী সারাবাংলাকে বলেন, ‘বরইতলী-মগনামা সড়কটি নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। প্রকল্পের কাজ পাওয়া ঠিকাদারের অংশীদার প্রতিষ্ঠান এম জলিল লিমিটেড সড়ক নির্মাণের জন্য প্রায় ২০ হাজার বর্গফুট পাহাড় কেটে সমান করে ফেলে। সরেজমিনে পরিদর্শনে পাহাড় কাটার প্রমাণ পেয়ে প্রতিষ্ঠানটিকে শুনানিতে হাজিরের জন্য নোটিশ দেওয়া হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আজ (সোমবার) শুনানিতে ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি সওজ’র প্রতিনিধিও ছিলেন। শুনানিতে তারা পাহাড় কেটে সড়ক তৈরির বিষয়টি স্বীকার করেছে। এরপর তাদের ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

সারাবাংলা/আরডি/এনএস

জরিমানা পরিবেশ অধিদফতর পাহাড় কেটে সড়ক নির্মাণ সওজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর