ঘুষ গ্রহণের দায়ে সাবেক পুলিশ কর্মকর্তার সাজা আপিলে বহাল
২৩ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৭
ঢাকা: ঘুষ গ্রহণের দায়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার সাবেক উপপরিদর্শক (এসআই) নবী উল্লাহকে দেওয়া এক বছরের সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার (২২ ফেব্রুয়ারি) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নবী উল্লাহর আপিল আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এমন রায় দেন। এদিন আদালতে পুলিশ কর্মকর্তার পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, ‘আমরা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করব।’
২০০৮ সালের ৯ আগস্ট ঘুষ হিসেবে সিঙ্গারের একটি মোটরসাইকেল ও ২ লাখ টাকা নেওয়ার দায়ে নবীকে এক বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করে রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিচারিক আদালত। ২০১৬ সালে নিম্ন আদালতের এ রায় বহাল রাখেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে নবী উল্লাহ আপিল বিভাগে আবেদন করেন।
দুর্নীতি দমন কমিশনের তদন্ত দল ঘুষ হিসেবে মোটরসাইকেল ও টাকা নেওয়ার সময় এসআই নবীকে হাতেনাতে গ্রেফতার করেছিল।
আসামিপক্ষের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, ‘আমার মক্কেল এখন জামিনে আছেন, তিনি এর আগে ৯ মাসের কারাভোগ করেছেন। তাই তাকে ফের আদালতে আত্মসমর্পণের প্রয়োজন নেই। আমরা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করব, যাতে জরিমানা দিতে না হয়।`
সারাবাংলা/কেআইএফ/পিটিএম