Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাড়িতেই কারাদণ্ডের সাজা ভোগ করবেন আজিমন বেগম

লোকাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৩:২৯

বেনাপোল: যশোরে মাদক মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আজিমন বেগমকে (৫৭) সাত শর্তে বাড়িতেই বসবাসের আদেশ দিয়েছেন আদালত। সোমবার যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস ভিন্নধর্মী এ রায় দিয়েছেন।

এ রায়ের খবর নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত কৌশলী আয়ুব খান বাবুল। তিনি জানান, সাজার এ মেয়াদে তাকে সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসারের নজরদারিতে থাকতে হবে। দণ্ডপ্রাপ্ত বৃদ্ধা আজিমন বেগম যশোর সদর উপজেলার পুলেরহাট-কৃষ্ণবাটি গ্রামের মনির শেখের স্ত্রী।

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২০ আগস্ট বেনাপোলের ত্রিমোনী হরিমালী গেট নামক স্থান থেকে আজিমন বেগমকে ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় তার বিরুদ্ধে অধিদপ্তরের পরিদর্শক সলিমুল্লাহ বাদী হয়ে বেনাপোল থানায় মামলা করেন। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে চার্জশিটও দেওয়া হয়।

সাক্ষ্যগ্রহণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় বিচারক আজিমন বেগমকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে ওই দণ্ডিত ওই বৃদ্ধাকে কারাগারে যেতে হচ্ছে না। বাড়িতেই থাকতে পারবেন তিনি। এক্ষেত্রে তাকে সাতটি শর্ত পালন করতে হবে।

শর্তগুলো হলো, সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসারের নজরদারিতে থেকে কোনো প্রকার অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। সর্বত্র শান্তি বজায় রাখবেন এবং সকলের সঙ্গে সদাচারণ করবেন। আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে কখনো তলব করলে শাস্তি ভোগ করিবার জন্য প্রস্তুত হয়ে যথাস্থানে হাজির হবেন। কোনো প্রকার মাদক সেবন, বহন, সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সঙ্গে মেলামেশা বা চলাফেরা করতে পারবেন না। আদালত কর্তৃক প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থেকে নিজের বাসস্থান ও জীবনধারণের উপায় সম্পর্কে অবহিত করবেন। এই সময়কালীন প্রবেশন অফিসারের লিখিত অনুমতি ব্যতিত নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারবেন না।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

কারাদণ্ড বেনাপোল মাদক নিয়ন্ত্রণ অধিদফতর

বিজ্ঞাপন

চট্টগ্রামে আগুনে পুড়ল ৫ দোকান
২৩ নভেম্বর ২০২৪ ১২:৩৪

আরো

সম্পর্কিত খবর