Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নদীতে নিখোঁজ সেনা ক্যাডেটের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৯

চট্টগ্রাম ব্যুরো: আনোয়ারা উপজেলার শঙ্খ নদীতে নেমে নিখোঁজ হওয়া সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী ক্যাডেটের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করেন বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

মৃত আসিফুল ইসলামের (১৯) বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে। সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে তিনি প্রশিক্ষণরত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার বিকেলে সেনাবাহিনীর ওই ক্যাডেট উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় নদীতে নেমে তলিয়ে যান।

ইউএনও জোবায়েরের ভাষ্য অনুযায়ী, আনোয়ারার বারখাইনে এরশাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প চলছিল। সোমবার বিকেল পাঁচটা ২০ মিনিটে শঙ্খ নদীতে নামেন ওই ক্যাডেট।

তলিয়ে যাওয়ার খবর পেয়ে সোমবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ আসিফুলের সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি শুরু করে। ঘটনাস্থলের পাশেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশের সন্ধান পেয়ে উদ্ধার করে বলে ইউএনও জোবায়ের জানান।

 

সারাবাংলা/আরডি/এএম

চট্টগ্রাম টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর