পুঁজিবাজারে দরপতন টানা পঞ্চম দিনে গড়াল
২৩ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫০
ঢাকা: পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত রয়েছে। আগের কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও (২৩ ফেব্রুয়ারি) সূচকের বড় পতন হয়েছে। এ নিয়ে টানা পাঁচদিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক হারিয়েছে ২২৮ পয়েন্ট। একই অবস্থা অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম এবং বাজার মূলধন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৩৯টি কোম্পানির ১৩ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৮৪৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৬৬টির, কমেছে ১৫৬টির এবং ১১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দিনশেষে ডিএসইতে আর্থিক লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯১ কোটি ৮১ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট কমে ৫ হাজার ৩১৭ পয়েন্টে নেমে আসে। ডিএসই শরিয়া সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ২০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৭ পয়েন্টে নেমে আসে।
অন্যদিকে এদিন দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৯৫টি কোম্পানির ৫৮ লাখ ৪০ হাজার ৩৭২টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৪৫টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৮১ পয়েন্ট কমে ১৫ হাজার ৩৮৩ পয়েন্টে নেমে আসে। এদিন সিএসইতে ২৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। আগের দিন সিএসইতে ৪১ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল।
সারাবাংলা/জিএস/পিটিএম