Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ছুরিকাঘাতে নিহত ১


২১ মার্চ ২০১৮ ০৮:৩৫

স্পেশাল করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছুরিকাঘাতে শাহ আলম (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। মঙ্গলবার (২০ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী তুফান আলী

শাহ মাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত শাহ আলম ওই এলাকার নজির আহমদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু কুমার দাশ সারাবাংলাকে বলেন, মাজারের দানবাক্স বসানোর বিরোধ থেকে খুনের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি জানান, উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী শাহী দরবার শরীফে আজ (২১ মার্চ) থেকে বার্ষিক ওরশ শুরু হচ্ছে। ওরশে দানবাক্স বসানো নিয়ে কথা কাটাকাটি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

ছুরিকাঘাতে আহত শাহআলমকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহআলমের বুকে ছুরিকাঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছেন ওসি।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ওসি জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/টিএম

বিজ্ঞাপন

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
১৭ জানুয়ারি ২০২৫ ১৩:০৪

আরো

সম্পর্কিত খবর