Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাকাতের অর্থ আত্মসাৎ: ইফার সাবেক পরিচালকের বিরুদ্ধে মামলা চলবে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৭

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) মো. লুৎফুল হকের বিরুদ্ধে জাকাতের অর্থ আত্মসাতের মামলা বাতিলের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মো. লুৎফুল হকের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে, ইফার জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় মো. লুৎফুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, জাকাতের ১ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় আসামিদের বিরুদ্ধে।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করেন। পরে আদালতের অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।

লুৎফুল হক ছাড়া মামলার বাকি আসামিরা হলেন— জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/টিআর

অর্থ আত্মসাৎ ইফা ইসলামিক ফাউন্ডেশন জাকাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর