Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে সাংবাদিক হত্যার বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৮

রাঙামাটি: নোয়াখালীর সাংবাদিক বুরহান উদ্দিন হত্যা ও ইনডিপেনডেন্ট টিভির শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিনের বাড়িতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হত্যাকারী ও হামলাকারীদের বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে রাঙামাটি প্রেসক্লাব।

এসময় সাংবাদিক নেতারা অভিযোগ করে বলেন, দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দোষীদের আওতায় না আনায় বারবার এসব ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। মানববন্ধনে সাংবাদিকদের জীবনের নিরাপত্তা দাবি জানান সাংবাদিক নেতারা।

রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মিল্টন বড়ুয়া, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, সদস্য উছিংছা রাখাইন কায়েস, আলোকিত রাঙামাটির সম্পাদক জাভেদ নুর, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নিরুল আবছার প্রমুখ।

সারাবাংলা /এসএসএ

নোয়াখালীতে সাংবাদিক হত্যা মানববন্ধন রাঙামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর