রাজধানীতে ছুরিকাঘাতে কিশোর খুন
২৫ ফেব্রুয়ারি ২০২১ ১২:২২
ঢাকা: রাজধানীর বনানীতে বন্ধুদের ছুরিকাঘাতে শাকিল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে বানানী স্টার কাবাবের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে মহাখালী আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াসিন হোসেন বলেন, শাকিল নামের ওই কিশোর পরিবারের সঙ্গে বনানীর কড়াইল বস্তিতে থাকে। গতরাতে বনানী স্টার কাবাবের পাশে চার-পাঁচ জন কিশোর তার বুকে ছুরিকাঘাত করে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এসআই আরও জানান, কি কারণে শাকিলকে খুন করা হয়েছে, এখনো তা জানা যায়নি। এই ঘটনায় স্বজনরা একটা মামলা দায়ের করছেন। বিস্তারিত তদন্ত করা হচ্ছে। আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
নিহত শাকিলের বাবা জসিম উদ্দিন জানান, তাদের বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলায়। কড়াইল বস্তিতে নিজেদের বাড়িতে থাকেন তারা। দুই ভাইয়ের মধ্যে ছোট ছিল শাকিল। স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়তো। গতকাল রাতে শাকিলের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর শাকিলের বুকে ছুরিকাঘাত করে। কারা কি কারণে তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে কিছু জানতে পারিনি।
সারাবাংলা/এসএসআর/এমআই