Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪১ শরণার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৫

ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ৪১ শরণার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে শরণার্থীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়া থেকে অন্তত ১২০ শরণার্থী নিয়ে নৌকাটি ইউরোপ অভিমুখে যাত্রা করেছিল। ভূমধ্যসাগরে কিছু দূর যাওয়ার পরই নৌকাডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনার তিন ঘণ্টা পরে, উদ্ধারকারী জাহাজ ট্রিটন এসে জীবিতদের উদ্ধার করলেও ৪১ জনের খোঁজ পাওয়া যায়নি। মৃতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ১৫ ঘণ্টা ধরে নৌকাতে থাকা যাত্রীরা সম্ভাব্য সব উপায় অবলম্বন করে সাহায্য চাইতে থাকেন। ওই সময়ের মধ্যেই ছয়জন পানিতে পড়ে মারা যায়। দূরে একটি নৌকা দেখতে পেয়ে সাঁতরে সেখানে যাওয়ার চেষ্টা করে অপর দুজনের মৃত্যু হয়।

সারাবাংলা/একেএম

ভূমধ্যসাগরে নৌকাডুবি শরণার্থীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর