বরিশাল: বরিশালের বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলি উল্টে হেলপার জাহিদুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। এ সময় ট্রলিচালকও গুরুতর আহত হন। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কবাই ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত জাহিদুল গারুড়িয়া ইউনিয়নের রবিপুর গ্রামের মো. বশির হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খালি ট্রলি নিয়ে ডিসি রোড হয়ে গারুড়িয়ার দিকে যাওয়ার পথে ট্রলি খাদে পড়ে ট্রলির নিচে হেলপার জাহিদুল ইসলাম ও ট্রলিচালক চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলপার জাহিদুলকে মৃত ঘোষণা করেন।