Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তের বুইচিতলা গ্রাম থেকে দেড় কোটি টাকার সোনা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২২:২১

চুয়াডাঙ্গা: জেলার সীমান্তবর্তী বুইচিতলা গ্রাম থেকে ২ কেজি ৪১৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার করা স্বর্ণের বাজার দর ১ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ৭৯২ টাকা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান এ তথ্য জানান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে সময় সোনা পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান নেতৃত্বে ফুলবাড়ী বিওপির এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় জেলার দামুড়হুদা উপজেলার বুইচিতলা গ্রামের রাস্তা দিয়ে দু’জন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে দ্রুত চলে যাওয়ার সময় তাদের থামানো চেষ্টা করা হয়। সে সময় মোটরসাইকেলে পেছনে বসে থাকা ব্যক্তি একটি ব্যাগ ফেলে দেয়। ওই ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি করে ১১টি সোনার বার পাওয়া যায়।

উদ্ধার করা সোনা দর্শনা থানায় জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলাও দায়ের করা হয়।

সারাবাংলা/এমও

ভারত সীমান্ত সীমান্ত সোনা উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর