Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বাসার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি স্বজনদের।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ‘গ্রিন লাইফ হাসপাতালে একটি মেয়ের মরদেহ আছে। আত্মীয়-স্বজনদের অভিযোগ এক বাসার নিচ থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।’

স্বজনদের দাবি, ওই বাসায় শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এরপর ছাদ থেকে ফেলে তাকে হত্যা করা হয়।

বিজ্ঞাপন

এদিকে, ওই শিক্ষার্থী কোন বিশ্ববিদ্যালয়ের তা এখনও জানা যায়নি।

সারাবাংলা/ইউজে/এমও

খুন টপ নিউজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর