মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে রংপুরে মানববন্ধন
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২০
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২০
রংপুর: ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি ও কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষক শ্রমিক ছাত্র জনতা, লেখক, শিল্পী সংস্কৃতিকর্মীরা।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে রংপুর প্রেস ক্লাবের সামনে এসব কর্মসূচি পালন করেন তারা। এতে সংগঠনটির প্রায় শতাধিক কর্মী অংশ নেন। বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাক স্বাধীনতা কেড়ে নেয়ার একটি কৌশল মাত্র। সরকার এই আইনের মাধ্যমে চিরতরে মুক্ত গণমাধ্যমের মুখ বন্ধ করে দিতে চায়। অবিলম্বে এই আইন বাতিল করে মুশতাক হত্যাকারীদের বিচার করা না হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
সারাবাংলা/এএম