Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেখক মুশতাকের মৃত্যুতে মানবাধিকার কমিশনের উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫০

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে কারাবন্দি লেখক মুশতাক আহমেদ (৫৩) এর মৃত্যুতে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা যায়, গত বছরের মে মাসে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র‌্যাব। কমিশন মনে করে, অনাকাঙ্খিত যেকোনো মৃত্যু সংবিধান ও মানবাধিকারের পরিপন্থি।

কারাবন্দি অবস্থায় মৃত্যুর দায় রাষ্ট্র বা তার অধীনস্থ কোনো সংস্থা কোনোভাবেই এড়াতে পারে না উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিকট চিঠি দিয়েছে।

সারাবাংলা/ইউজে/এমও

টপ নিউজ মানবাধিকার কমিশন মুশতাক আহমেদ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর