বগুড়ায় ছিনতাইকারীর ছুরিতে অবসরপ্রাপ্ত সেনা খুন
২১ মার্চ ২০১৮ ১৩:৪১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
বগুড়া : শহরের চকলোকমান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাহান বক্স (৫৯) নামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার খুন হয়েছে।
বুধবার ২১ (মার্চ) ভোরে চকলোকমান জামে মসজিদ এর পশ্চিম পার্শ্বে রাস্তার ওপর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বগুড়া শহরের চকলোকমান এলাকায় তার বাড়ি।
এ বিষয়ে সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, সাবেক ওই সেনা সদস্য বগুড়ার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরী করতেন। তিনি ওই প্রতিষ্ঠানের কাজে দুদিন আগে ঢাকায় যান।
বুধরাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। ভোরে বাস থেকে নেমে হেঁটে বাড়ি যাচ্ছিলেন।
চকলোকমান জামে মসজিদের কাছাকাছি পৌঁছলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে দৌড়ে মসজিদ এর পশ্চিম পার্শ্বে রাস্তায় পড়ে ওখানেই মারা যান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের বগুড়া জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত জাহান বক্সের মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও মামলা হয়নি।
সারাবাংলা/টিএম/এমএস