পুড়লো শতাধিক দোকান, হাসিনা মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৬
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:৪৬
ঢাকা: রাজধানীর কারওয়ান বাজারের টিনশেড হাসিনা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে যায়।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৮মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে শতাধিক দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানানো যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আগুনের ফলে আশপাশের এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়। সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।’
ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানান, হাসিনা মার্কেটে প্রায়ই আগুনের ঘটনা ঘটে থাকে। দুই সপ্তাহ আগেও মার্কেটের একটি দোকানে আগুন লাগে। দুই বছর আগেও অগ্নিকাণ্ডে এই মার্কেটের তিন শতাধিক দোকান পুড়ে যায়।
সারাবাংলা/ইউজে/এমও