মেক্সিকোতে বন্দুকধারীদের হামলা, ১১ মৃত্যু
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৫
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোতে বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাকে করে শহরে ঢোকার মুখে অজ্ঞাত বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়, তাদের গুলিতে মৃতদের মধ্যে কয়েকজন নারী এবং কিশোর রয়েছেন। খবর রয়টার্স।
মেক্সিকোর এই জালিস্কো শহরে ড্রাগ কার্টেলগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে থাকে। সর্বশেষ ডিসেম্বরে এই শহরের সাবেক এক গভর্নরকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।
এ ব্যাপারের স্টেট প্রসিকিউটর অফিসের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় প্রশাসন একটি বাড়ির বাইরে থেকে ১০ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে, বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় আরেকটি মৃতদেহ।
২০১৮ সালে মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়াল লোপেজ ক্ষমতায় বসার পর থেকেই মেক্সিকোতে চলমান সহিংসতা বন্ধ এবং শান্তির প্রতিষ্ঠা প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু, তা সত্ত্বেও দেশটিতে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই হামলার ঘটনা ঘটছে।
সারাবাংলা/একেএম