Friday 25 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সপরিবারে করোনার ভ্যাকসিন নিলেন জাহাঙ্গীর কবির নানক

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৬

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট টিকাদান কেন্দ্রে সপরিবারে ভ্যাকসিন গ্রহণ করেন। জাহাঙ্গীর কবির নানকের সহধর্মিনী সৈয়দা আরজুমান বানুসহ পরিবারের অন্যান্য সদস্যরাও টিকা গ্রহণ করেন। তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব সারাবাংলাকে এতথ্য নিশ্চিত করেন।

করোনার ভ্যাকসিন নিয়ে জাহাঙ্গীর কবির নানক তার ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, আলহামদুলিল্লাহ! আজ সকালে পরিবারের সকলকে নিয়ে কোভিড-১৯ প্রতিষেধক টিকা গ্রহণ করলাম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এএম

জাহাঙ্গীর কবির নানক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর