বগুড়া: শখের বসে ট্রাক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে ঢুকে রঞ্জন কর্মকার (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া সদরের বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত রঞ্জন কর্মকার (৩২) বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের আশেকোলা কামারপাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়া সদরের বাঘোপাড়া বাজার এলাকায় একটি মটর গ্যারেজে ট্রাকের মেরামত কাজ চলছিল। সেখানে কর্মরত রংমিস্ত্রি লিটন দুপুর ১টার দিকে গ্যারেজে কেউ না থাকার সুযোগে শখের বসে ট্রাক চালাতে যায়। তিনি ট্রাক চালিয়ে গ্যারেজ থেকে বের করার পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি মহাসড়কের পাশে একটি কর্মকারের দোকানে চাপা দিয়ে পাশের ইউক্যালিপটাস বাগানে ঢুকে গাছের সঙ্গে আটকে যায়। এতে ট্রাকচাপায় দোকানে কর্মরত রঞ্জন কর্মকার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই রংমিস্ত্রি লিটন পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন রঞ্জন কর্মকারের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
ওসি হুমায়ুন কবীর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।