আবদুস সালাম মাসুম আলকরণ ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৭
চট্টগ্রাম ব্যুরো: প্রার্থীর মৃত্যুতে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের সংঘাত-সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আবদুস সালাম মাসুম।
রোববার (২৮ ফেব্রুয়ারি) আলকরণ ওয়ার্ডের সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান লাভ লেইনের আঞ্চলিক নির্বাচন কার্যলয় থেকে ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম। নির্বাচনে মোট ভোটার ছিল ১৫ হাজার ১৯০ জন। ভোট পড়েছে ৪ হাজার ৫০৩টি, যা মোট ভোটারের ২৯ দশমিক ৬৪ শতাংশ।
ঘোষিত ফলে আবদুস সালাম লাটিম প্রতীক নিয়ে ৩ হাজার ৩৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসির আরাফাত মিষ্টি কুমড়া প্রতীকে পান ৭৭০ ভোট। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। বিএনপি সমর্থিত দিদারুর রহমান রেডিও প্রতীকে পান ৩৫৮ ভোট। ঠেলা গাড়ি প্রতীকে মো. হানিফ ভূঁইয়া পেয়েছেন ২৫ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল আলম বলেন, ‘একেবারে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে। কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।’
নির্বাচিত আবদুস সালাম মাসুম প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। অন্যদিকে ইয়াসির আরাফাত সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিমের মৃত্যুর কারণে গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের দিন আলকরণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ হয়নি। আওয়ামী লীগ নেতা তারেক সোলায়মান সেলিম ১৯৯৪ সাল থেকে সর্বশেষ ২০১৫ সাল পর্যন্ত চারদফায় আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
সারাবাংলা/আরডি/এমআই