Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির বছরব্যাপী কর্মসূচি সোমবার উদ্বোধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৫৯ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৭

ঢাকা: স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপির বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন হচ্ছে সোমবার (১ মার্চ) বেলা ৩টায় হোটেল লেকশো’রে।

এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সভাপতিত্ব করবেন স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক, বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আমন্ত্রিত অতিথি হিসিবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও পেশাজীবী নেতারা।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান সারবাংলাকে এসব তথ্য জানান। তিনি আরও জানান, সোমবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সাজসজ্জা করা হবে এবং মুক্তিযুদ্ধের বইমেলা ও চিত্র প্রদর্শনী শুরু হবে।

সারাবাংলা/এজেড/এমও

বছরব্যাপী কর্মসূচি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর