নিয়োগ পরীক্ষায় কারসাজি, চাকুরিচ্যুত ভিকারুননিসার শিক্ষক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:৫২
ঢাকা: ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। অব্যহতি পাওয়া ওই শিক্ষকের নাম ফাতেমা জোহরা হক। তিনি প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তার বিরুদ্ধে কর্মকর্তা নিয়োগ পরীক্ষার উত্তরপত্রে কারসাজির অভিযোগ উঠেছিল।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্কুলের গভর্নিং বডির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সই করা এক চিঠিতে ওই শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
মো. খলিলুর রহমান বলেন, ‘ফাতেমা জোহরা ভিকারুননিসার প্রশাসনিক পদের নিয়োগ পরীক্ষার এক প্রার্থীর খাতায় ইচ্ছাকৃতভাবে নম্বর বাড়িয়ে দিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এই অভিযোগ তদন্ত করলে অভিযোগ প্রমাণিত হয়। বৃহস্পতিবার সব আইনি প্রক্রিয়া চূড়ান্ত করে তাকে অব্যহতি দেওয়া হয়েছে।’
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ‘আমরা তদন্ত করে অভিযোগের প্রমাণ পেয়েছি। বৃহস্পতিবার এ শিক্ষককে চূড়ান্তভাবে অপসারণ করা হয়েছে। ভিকারুননিসার সঙ্গে তার সম্পর্কে ইতি ঘটেছে।’
তবে নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির এক শিক্ষক জানান, “আগের অধ্যক্ষ ফওজিয়ার নিকটজন ছিলেন বলেই অভিযুক্ত শিক্ষকের প্রতি ‘নো মার্সি মুডে’ ছিলেন নতুন অধ্যক্ষ।” তবে অধ্যক্ষ কামরুন নাহার বলেন, ‘আমরা শুধুমাত্র অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নিয়েছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক আরও বলেন, ‘আমাদের এখানে প্রশাসনিক পদ না থাকলেও নিজের লোককে অবৈধভাবে নিয়োগ দিতে ভিকারুননিসার সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফওজিয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন। সেখানে খাতা মূল্যায়নের দায়িত্ব তিনি ফাতেমা জোহরাকে দেন। অধ্যক্ষের নির্দেশে একজন পরীক্ষার্থীর খাতায় নম্বর বাড়িয়ে দেন ফাতেমা। বিষয়টি জানাজানি হলে পরিচালনা পর্ষদের ওই সময়ের সভাপতির হস্তক্ষেপে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করা হয়।’
পরে এই ঘটনা তদন্ত করতে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে দেন। কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এই ঘটনায় অধ্যক্ষ ফওজিয়াকে আগেই অপসারণ করে মন্ত্রণালয়। এই ঘটনায় যুক্ত থাকায় তিনি এখন একটি বিভাগীয় মামলায় অভিযুক্ত রয়েছেন।
সারাবাংলা/টিএস/পিটিএম
কারসাজি চাকুরিচ্যুত টপ নিউজ নিয়োগ পরীক্ষা ভিকারুননিসার শিক্ষক