Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরশাদের জন্মদিন উপলক্ষে ট্রাস্টির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২৩:০০

ঢাকা: আগামী ২০ মার্চ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টি বোর্ড।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রতিদিন রংপুর পল্লীনিবাসে কোরআান খতম, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ। ১ মার্চ হাইকোর্ট মাজারে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। এছাড়া ১৯ মার্চ বারিধারার প্রেসিডেন্ট পার্কে দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

একই স্থানে ২০ মার্চ এরশাদের জন্মদনি উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন রাজনৈতিক দলে নেতা ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা। সভা শেষে কেক কাটা হবে। এছাড়া ২১মার্চ সারাদেশের সব মসজিদ ও উপাসানালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

এরশাদ কর্মসূচি ঘোষণা জন্মদিন মাসব্যাপী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর