খাগড়াছড়ি: জেলার মহালছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাদের ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে জব্দকৃত আলামত ধ্বংস করা হয়েছে।
সোমবার (১ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্টেট শ্যামানন্দ কুন্ডু মহালছড়িতে এই অভিযান পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত দু’জনেই মহালছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের নেতা।
দুই জনের মধ্যে মহালছড়ি উপজেলা যুবলীগের সদস্য মো. জহির এবং অন্যজন মাইসছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম।
ঘটনাস্থলে জরিমানার টাকা দিতে না পারায় তাদের খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যাওয়া হয়। পরে বিকেল ৫টার মধ্যে জরিমানার টাকা দিতে না পারায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।