Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষের সেরা করদাতা সম্মাননা পাচ্ছেন কাউছ মিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২১ ১৮:৩৭

ঢাকা: দেশের সব ব্যবসায়ীকে পেছনে ফেলে মুজিববর্ষে সেরা করদাতা হয়েছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে সম্মাননা দিচ্ছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মুজিববর্ষের সেরা করদাতা হিসেবে কাউছ মিয়ার নাম ঘোষণা করেছে। আর এই সম্মাননা শুধু তিনি একাই পাচ্ছেন। আগামী ৫ মার্চ (শুক্রবার) এনবিআর সম্মেলন কক্ষে কাউছ মিয়াকে এই সম্মাননা দেওয়া হবে।

বিজ্ঞাপন

জানা গেছে, কাউছ মিয়া ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। ১৯৫৮ সালে প্রথম কর দেন তিনি। কাউছ মিয়ার বাবা চাইতেন না তিনি ব্যবসায় নামেন। তবে বাবার অনিচ্ছা সত্ত্বেও মায়ের কাছ থেকে টাকা নিয়ে ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন কাউছ মিয়া। এরপর ধীরে ধীরে ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট হন তিনি। পরের ২০ বছর তিনি চাঁদপুরেই ব্যবসা করেন। ১৯৭০ সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন। বর্তমানে ৪০ থেকে ৪৫ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি।

সারাবাংলা/এসজে/এসএসএ

কাউছ মিয়া মুজিববর্ষ সেরা করদাতা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর