Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

লোকাল করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ১৫:৫৯

টঙ্গী: গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগ আলী কাদেরিয়া টেক্সটাইলস মিলস এর সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত জাহিদুল ইসলাম (৩৫) নেত্রকোনা জেলার বারহাট্টা থানার নামাপাড়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে। তিনি অ্যামাজিন ফ্যাশন কারখানার গাড়ির চালক ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সোমবার রাতে টঙ্গী কাদেরিয়া টেক্সটাইলস মিলস এর সামনে টয়লেটে যাওয়ার জন্য গাড়ি থেকে নামেন জাহিদুল।এসময় একদল ছিনতাইকারী তার পথরোধ করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে সে বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/এসএসএ

গাজীপুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু টঙ্গী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর