Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জগলুল-আঞ্জুর বিয়ে, স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারকে হাইকোর্টে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২১ ১৬:২৯

ঢাকা: বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে ভারতীয় নাগরিক আঞ্জু কাপুরের (হিন্দু ধর্মাবলম্বী) বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী হয়েছিল কি না, তা জানতে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারকে তলব করেছে হাইকোর্ট।

মঙ্গলবার (২ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৮ মার্চ স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারকে নথিসহ হাইকোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে। ওই দিন এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা ও আন্না খানম কলি। অন্যদিকে আঞ্জু কাপুরের পক্ষে ছিলেন মাসুদ আর সুবহান। মোস্তফা জগলুলের দুই মেয়ে মুশফেকা ও মুবাশ্বিরার পক্ষে ছিলেন মনজিল মোরসেদ। আর সিটি ব্যাংকের পক্ষে ছিলেন মির্জা সুলতান আল রাজী।

আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট মোস্তফা জগলুল ওয়াহিদের পাওয়ার অব অ্যাটর্নি জালিয়াতি করে দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুর সিটি ব্যাংকের গুলশান অ্যাভিনিউ শাখা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উত্তোলনের ঘটনায় তিন রকমের তারিখ এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বন্ধের দিনে কিভাবে টাকা তোলা হলো তা নিয়ে বাংকের ম্যানেজারকে তলব করা হয়েছিল। তিনি আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

সিটি ব্যাংক থেকে টাকা তোলার ব্যাখ্যার শুনানি পরে আঞ্জু কাপুরের সঙ্গে মোস্তফা জগলুলের বিবাহের বৈধতা নিয়েও প্রশ্ন দেখা দেয়। বিষয়টি সমাধানের জন্য আদালত অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) নিয়োগ দেন। তাদের বক্তব্য শুনানি শেষ হয়েছে সোমবার (১ মার্চ)। আজও আদালতের শুনানিতে হিন্দু ধর্মাবলম্বী নারীর সঙ্গে মুসলিম ধর্মাবলম্বী পুরুষের বিয়েতে যে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আছে সেই আইন অনুযায়ী বিয়ে হয়েছে কি না, তা জানার জন্যে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারকে তলব করা হয়েছে। আগামী ৮ মার্চ নথিসহ স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারকে হাইকোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর