মিয়ানমারের সেনা কাউন্সিলকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
২ মার্চ ২০২১ ১৯:২৩
মিয়ানমারের সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্টেট অ্যাডমিনিস্ট্রিটিভ কাউন্সিলকে (এসএসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে দেশটির আইনপ্রণেতাদের জোট (সিপিআরএইচ)। সোমবার (১ মার্চ) এই ঘোষণা সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। খবর দ্য ইরাবতি।
সিপিআরএইচ জানিয়েছে, মিয়ানমারের সাম্প্রতিক আইনহীনতার মধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিদের বন্দি করা এবং চলমান আন্দোলনে সন্ত্রাসী হামলা, খুন এবং সংঘর্ষে জড়িত থাকার কারণেই সেনা কাউন্সিলকে সন্ত্রাসী সংগঠন বলছেন তারা।
এর আগে, ফেব্রুয়ারির এক তারিখ পার্লামেন্ট শুরুর প্রাক্কালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতৃত্বকে বন্দি করে মিয়ানমারে সেনাবাহিনী। তাদের হাতে আটক হন স্টেট কাউন্সিলর অং সান সু চি এবং প্রেসিডেন্ট উইন মিন্ট। তারপর, সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ জাতীয় নির্বাচনে কারচুপিতে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক নেতাদের আটক করা হয়েছে।
সঙ্গে সঙ্গেই মিয়ানমারসহ সারা বিশ্বে সেনা অভ্যুত্থানবিরোধী আন্দোলন জোরদার হয়। একমাসে গণতন্ত্রপন্থিদের আন্দোলনে সামরিক বাহিনীর অভিযানে কয়েকজন নারীসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে এবং গ্রেফতার হয়েছেন সহস্রাধিক আন্দোলনকারী।
সিপিআরএইচ’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর সন্ত্রাসী তৎপরতার কারণেই দেশটি বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে।
সারাবাংলা/একেএম
ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) মিয়ানমারের আইনপ্রণেতাদের জোট (সিপিআরএইচ) সন্ত্রাসী সংগঠন স্টেট অ্যাডমিনিস্ট্রিটিভ কাউন্সিলকে (এসএসি)