সাংবাদিক মোজাক্কির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
২ মার্চ ২০২১ ২০:৫২
ঢাকা: নোয়াখালীতে দুই গ্রুপের মারামারির সময় গুলিতে নিহত সাংবাদিক মোজাক্কির হত্যাকারীদের গ্রেফতার ও ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনে কমিটি তৈরি এবং এর অপপ্রয়োগ তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকায় কর্মরত সাংবাদিকরা।
মঙ্গলবার (২ মার্চ) বিকেল ৪টার দিকে রাজধানীর কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কর্মরত সাংবাদিক ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতারা তিনদফা দাবি তুলে ধরেন। এসময় সাংবাদিক হত্যার বিচারহীনতা, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগকে একযোগে ‘না’ লিখে প্রতিবাদ জানান উপস্থিত সাংবাদিকরা। ডিজিটাল নিরাপত্তা আইন পাশের পর থেকেই বিভিন্ন পর্যায়ে মতপ্রকাশের স্বাধীনতা ব্যহত হচ্ছে বলে অভিযোগ করেন সাংবাদিক নেতারা।
সাংবাদিকরা বলেন, বর্তমানে সাংবাদিকরা মারা গেলে, হামলা মামলার শিকার হলে বিচার না হওয়ার এক কালো অধ্যায় চলছে। এজন্য সরকারকে এসব হত্যা-নির্যাতন মামলার দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিতের আহ্বান জানাই।
সারাবাংলা/ইউজে/এসএসএ