ট্রাক্টর উল্টে চালক নিহত
৩ মার্চ ২০২১ ১২:৪৫
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পশুহাটের কাছে মাটি বোঝাই ট্রাক্টর উল্টে ট্রাক্টরে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালক রাশেদুল ইসলাম (২৭)। বুধবার (৩ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত চালক রাশেদুল ইসলাম দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের সকেরপাড়ার বাসিন্দা মাদার মন্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ভোরে রাশিদুল হাড়কান্দি গ্রাম থেকে মাটি বোঝাই করে মুন্সীগঞ্জ এলাকার একটি ইটভাটায় সরবরাহ করতে যাচ্ছিল। এসময় ঘুমের ঘোরে সে দ্রুতগতির ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে জোরে ধাক্কা লাগে। খুঁটির সঙ্গে ধাক্কায় ট্রাক্টরটি দুই খণ্ড হয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়।
ওসি আলমগীর কবির জানান, রাশিদুল ইসলাম মাটি বোঝাই নিজ ট্রাক্টরের নিচে পড়ে নিহত হয়েছেন। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে দাফন করার অনুমতি দেওয়া হয়েছে।
সারাবাংলা /এসএসএ