নোয়াখালী: জেলার হাতিয়া উপজেলায় এক গৃহবধূর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৩ মার্চ) বিচারিক আদালতের হাজির করা হবে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের।
এর আগে, গত ২৭ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে উপজেলার তমরদ্দী ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী গৃহবধূ আটককৃত তিনজনকে আসমি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- এজাহারভুক্ত আসামি ফজর আলী প্রকাশ হেলাল (২৫), মো.মিরাজ (২৮), মো. নেজাম (৫০)।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে গৃহবধূ (২০) তাহার স্বামীসহ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক পৌনে ১২টার দিকে তার স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য গৃহবধূ ঘরের বাহিরে যান। এমন সময় কিছু বুঝে উঠার আগেই ফজর আলী প্রকাশ হেলাল (২৫) তাহার মুখ চেপে ধরে ভুক্তভোগীর বাড়ির পশ্চিম পার্শ্বে সাহাব উদ্দিন প্রকাশ কালুর বাড়ির পুকুর পাড়ে নিয়ে যায়। এ সময় একই এলাকার আব্দুর রহীমের ছেলে মো. মিরাজ (২৮), মৃত মোয়াজ্জম হোসেনের ছেলে ফজর আলী প্রকাশ হেলাল (২৫) এবং মৃত খোরশেদ আলমের ছেলে মো. নেজাম (৫০) ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মঙ্গলবার (২ মার্চ) তিনজনকে আসামি করে হাতিয়া থানায় মামলা দায়ের করেন।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার আলোকে আসামিদের আটক করেছে পুলিশ। আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।