Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭৫’র জরুরি অবস্থা সমর্থন করেন না রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক
৩ মার্চ ২০২১ ১৮:১৫

ফাইল ছবি

ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা সমর্থন করেন না বলে মন্তব্য করেছেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) নেতা রাহুল গান্ধী। তিনি ভারতের বর্তমান সময়কে জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ বলেও উল্লেখ করেছেন। খবর ডয়চে ভেলে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে এক আলোচনায় যোগ দিয়ে রাহুল গান্ধী এসব কথা বলেছেন।

প্রসঙ্গত, ১৯৭৫-৭৭ পর্যন্ত ২১ মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ভারতের ইতিহাসে এখনো যা কালো অধ্যায় হিসেবে সূচিত হয়ে আছে। এই প্রথম কংগ্রেসের কোনো নেতা ওই জরুরি অবস্থা নিয়ে সরাসরি এ ধরনের মন্তব্য করলেন।

ইদানীং ভারতের শাসক দল বিজেপি ওই জরুরি অবস্থা নিয়ে নতুন করে কথা বলতে শুরু করেছে। বিজেপির বহু নেতাকে সে সময় গ্রেফতার করা হয়েছিল।

এ ব্যাপারে রাহুল গান্ধী বলেছেন, জরুরি অবস্থার সময় কিছু নেতাকে গ্রেফতার করা হয়েছিল ঠিকই, কিন্তু এই সময়ে আরএসএস সদস্যদের বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সামাজিকভাবে এক হিন্দু রাষ্ট্রের দিকে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। এরপর বিজেপি শাসন ক্ষমতা থেকে সরে গেলেও এই পরিস্থিতির বদল খুব দ্রুত সম্ভব হবে না।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জরুরি অবস্থার সময় রাজনৈতিক ব্যক্তিত্বদের জেলে ঢোকানো হয়েছিল। কিন্তু এই সময়ে সাধারণ নাগরিকদের মনে এক ধরনের ভীতি তৈরি করা হচ্ছে। যে কোনো ঘটনায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হচ্ছে। ফলে এই সময়ে ভারতে এক অঘোষিত জরুরি অবস্থা চলছে। বিজেপি অবশ্য এই অভিমত মানতে রাজি নয়।

সারাবাংলা/একেএম

ইন্দিরা গান্ধী কংগ্রেস বিজেপি ভারতে জরুরি অবস্থা রাহুল গান্ধী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর