Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জরুরিভিত্তিতে আমদানি হবে সাড়ে ৫ লাখ টন চাল, দরপত্রের সময় কমছে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২১ ১৮:১৭

ঢাকা: দেশে চালুর মজুত বাড়াতে জরুরিভিত্তিতে সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুততম সময়ে যেন আমদানির এই চাল দেশে আসে, তা নিশ্চিত করতে আগ্রহী আমদানিকারকদের দরপত্র দাখিলের সময়সীমা কমানো হয়েছে। আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র জমা দেওয়ার জন্য ৪২ দিন সময় দেওয়া হলেও এবারে সময় দেওয়া হচ্ছে ১০ দিন।

বুধবার (৩ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, তিন সপ্তাহ আগে একই কমিটির বৈঠকে আন্তর্জাতিক বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য কেনাকাটার ক্ষেত্রে দরপত্রের সময়সীমা কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছিল। আজকের বৈঠকেই ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে’ চাল আমদানির ক্ষেত্রে এই সময়সীমা ৪২ দিন থেকে ১০ দিনে নামিয়ে আনার সিদ্ধান্ত হলো।

বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের এ বছর খাদ্যশস্য উৎপাদন কম হয়েছে। চাল উৎপাদনও কম হয়েছে। এছাড়া গত বছর বন্যা ও অতিবৃষ্টির কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। তবে আমরা খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ— এটা সবসময় দাবি করি। বর্তমান প্রেক্ষাপটে যদি আগাম বন্যা না হয়, আর যদি কোনো ঝড়-ঝঞ্ঝার মধ্যে না পড়ি, তাহলে আমরা স্বাভাবিক থাকব। তাহলে আমাদের আমদানি করারও প্রয়োজন হবে না। তবে জরুরি পরিস্থিতি বিবেচনায় রেখেই চাল আমদানি করা হচ্ছে। আজ যে প্রস্তাবটি এসেছে, সেটার দাম নির্ধারণ করা হবে টেন্ডারের পর। আজ শুধু আমরা আমদানির সময় বেঁধে দিয়েছি।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, খাদ্য মন্ত্রণালয়কে বলে দেওয়া হয়েছে— বেশি যেন আমদানি না হয়ে যায়, সেদিকে তারা লক্ষ রাখবেন। আমদানি বেশি হলে আবার বাজারে প্রভাব পড়বে। পুরো বিষয়টি খাদ্য মন্ত্রণালয় দেখাশোনা করবে। তাদের যেটুকু ঘাটতি আছে বলে তারা মনে করছে, সেটুকুই আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বৈঠকের তথ্য জানিয়ে বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদফতর রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে। এ লক্ষ্যে দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১০ দিন করার প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এই সাড়ে ৫ লাখ মেট্রিক টন চাল জি-টু-জি’র আওতায় আনা হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উদ্যোগী মন্ত্রণালয় (খাদ্য মন্ত্রণালয়) সরকারের নিয়ম নীতি অনুযায়ী এ বিষয়টি প্রক্রিয়াকরণ করবে।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল’ প্রতিষ্ঠার জন্য বেজা ও বেপজা’র মধ্যে একটি চুক্তি সই হওয়ার কথা হয়েছে। ওই চুক্তি সইয়ের বিষয়টিও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে।

অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার বলেন, বেজা ও বেপজা দু’টিই সরকারি সংস্থা। তাদের মধ্যে একটি ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট সই হবে। বেজা জমি দেবে বেপজাকে। সেটার ওপর তারা কাজ করবে।

এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্রগ্রাম বন্দর কর্তৃপক্ষ কতৃক পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের নির্মাণ কাজ শেষে আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নিয়োগের লক্ষ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে ‘ইক্যুইপ, অপারেট অ্যান্ড মেইনটেন্যান্স অব পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল অন পিপিপি মডেল’ প্রকল্প গ্রহণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/টিআর

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি চাল আমদানি টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর