Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে তালা, প্রক্টরের পদত্যাগ দাবি


২১ মার্চ ২০১৮ ১৫:১৩ | আপডেট: ২১ মার্চ ২০১৮ ১৫:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।। 

নোয়াখালী: ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে প্রক্টরের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বুধবার (২১ মার্চ) সকালে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানান, গত ৫ মার্চ শিক্ষকদের সঙ্গে অসদাচারণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছয় শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। ওই ছয় শিক্ষার্থীর মধ্যে হৃদয় চন্দ্র সাহা ঘটনার দিন ক্যাম্পাসেই ছিলেন না।

পরে এ বিষয়ে মঙ্গলবার বিকেলে প্রক্টর মুহাম্মদ মুশফিকুর রহমানের সাথে কথা বলতে যায় কয়েকজন শিক্ষার্থী। এ প্রক্টর তাদের সাথে অশোভন আচরণ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এতে ক্ষুদ্ধ হয়ে বুধবার সকালে শিক্ষার্থীরা একাডেমিক ভবন ও লাইব্রেরিতে তালা ঝুলিয়ে দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করে। পরে প্রক্টরের পদত্যাগ দাবিকে ক্যাম্পাসে একটি মিছিল বের করা হয়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মমিনুল হক জানান, ৬ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। কেউ যদি ঘটনার সাথে জড়িত না থাকে সে বহিষ্কার তালিকা থেকে বাদ পড়তে পারে।

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর