Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএমই ব্যবসায়ীদের জন্য ‘অনলাইন স্টোর’ আনল এস-ম্যানেজার

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২১ ০০:০৮

ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দৈনন্দিন ব্যবসায় পরিচালনার সুবিধা দিতে ‘অনলাইন স্টোর’ ফিচার চালু করেছে ‘এস-ম্যানেজার’। প্রধান অতিথি হিসেবে এই ফিচারটির উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (৩ মার্চ) ঢাকায় এই ফিচারের উদ্বোধন ঘোষণা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমান, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী টিনা এফ জাবিন, সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সিওও ইলমুল হক সজীব এবং ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এমএসএমই বিজনেস আব্দুর রহমান তন্ময়। এছাড়া ‘এস-ম্যানেজারে’র কর্মকর্তা ও গ্রাহকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানেরা হয়, ‘অনলাইন স্টোর’ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের (এসএমই) জন্য একটি যুগোপযোগী ফিচার, যার মাধ্যমে ‘ব্রিক অ্যান্ড মর্টার’ ব্যবসায়গুলোর জন্য অনলাইনে ব্যবসা করার দ্বার উন্মুক্ত হয়ে যায় নিমেষেই। পাড়া-মহল্লা-এলাকার ছোট ছোট মুদি দোকান থেকে শুরু করে যেকোনো ব্যবসায়ের ই-কমার্স অনলাইন স্টোর তৈরি করা যায় এই ফিচারের মাধ্যমে মাত্র কয়েকটি ধাপে।

অনুষ্ঠানে এস ম্যানেজারের কর্মকর্তারা জানান, ছোট বা বড় যেমনই হোক না কেন, এই অনলাইন স্টোরের মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে যে কাউকে দেখানো যাবে ব্যবসায়ের যেকোনো পণ্য। কাস্টমার লিংকে ক্লিক করার মাধ্যমে অনলাইন স্টোরে পৌঁছে অনলাইনে অর্ডার করতে পারবে যেকোনো সময়, পেমেন্ট লিংকের মাধ্যমে অনলাইনে টাকা পরিশোধ করতে পারবে আরও সহজে।

আইসিটি জুনাইদ আহমেদ পলক এই ফিচারের প্রশংসা করে বলেন, ১৪ মাস আগে যাত্রা শুরুর সময় আমরা এস-ম্যানেজারের সঙ্গে ছিলাম। এমএসএমই ব্যবসায়গুলোর জন্য উপকারী হবে— এমন যেকোনো উদ্যোগের সঙ্গে আমরা থাকব।

বিজ্ঞাপন

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. মো. মাসুদুর রহমান বলেন, আমাদের নিশ্চিত করতে হবে কেবল শহুরে জনগোষ্ঠী নয়, সারাদেশের ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসায়ীরা ডিজিটাল অন্তর্ভুক্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। ডিজিটাল অন্তর্ভুক্তির এই প্রক্রিয়া ছড়িয়ে দিতে হবে প্রতিটি গ্রাম, ইউনিয়ন ও থানা পর্যায়ে।

স্টার্টআপ বাংলাদেশের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা টিনা এফ জাবিন বলেন, আর্থিক অন্তর্ভুক্তি প্রক্রিয়াতে এস-ম্যানেজারের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা এস-ম্যানেজার ও সেবা প্লাটফর্মকে সবসময় পর্যবেক্ষণ করেছি এবং তাদের এই যাত্রার চলার পথের অংশ হতে পেরে আমরা সত্যিই গর্বিত।

অনুষ্ঠানে সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের সিইও আদনান ইমতিয়াজ হালিম ও সিওও ইলমুল হক সজিব এস-ম্যানেজারের আগামী দিনের পথ চলা ও লক্ষ্যের কথা জানান। অনুষ্ঠানের মূল বক্তব্য উপস্থাপনের পাশাপাশি এস-ম্যানেজারের ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস আবদুর রহমান তন্ময় এস-ম্যানেজারের থিম সং উন্মুক্ত করেন।

অনুষ্ঠানে আরও জানানো হয়, এস-ম্যানেজার মূলত সেবা প্ল্যাটফর্মের একটি উদ্যোগ যা ২০১৯ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে। এর ১৭তম ফিচার হিসেবে ‘অনলাইন স্টোর’ যাত্রা শুরু করলো আজ। এই ফিচার লঞ্চ প্রোগ্রামটি সেবা প্ল্যাটফর্ম লিমিটেডের ‘ডিজিটাল উদ্যোক্তা জয়যাত্রা’ ক্যাম্পেইনের একটি অংশ।

সারাবাংলা/টিআর

অনলাইন স্টোর আইসিটি প্রতিমন্ত্রী এস-ম্যানেজার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর