ভালুকায় সেপটিক ট্যাংকে প্রাণ গেল ৩ জনের
৪ মার্চ ২০২১ ০০:১৭
ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একটি সেপটিক ট্যাংকে পড়ে গিয়ে মা-ছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ মার্চ) বিকেলে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন— ভালুকার প্রভিটা হ্যাচারির প্রকৌশলী সজল কুমারের স্ত্রী শ্রীমতি রানী (৩৫), তার তিন বছরের শিশুপুত্র রোহিত কুমার অয়ন ও হ্যাচারির কর্মচারী হৃদয় হোসেন (২৫)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, বিকেলে সজল কুমারের ছেলে রোহিত হ্যাচারির মাঠে খেলতে গিয়েছিল। সেখানে সে সেপটিক ট্যাংকে পড়ে যায়। তাকে বাঁচাতে ট্যাংকে নেমে পড়েন মা শ্রীমতি রানী। তাদের দু’জনের কেউই দীর্ঘ সময় পরও ট্যাংক থেকে বের না হলে হ্যাচারির কর্মচারী হৃদয় ওই ট্যাংকে নামেন।
ওসি জানান, একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্যাংক থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেন।
সারাবাংলা/টিআর