Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মমতার সঙ্গে শিবসেনা

আন্তর্জাতিক ডেস্ক
৪ মার্চ ২০২১ ১৫:৫৯ | আপডেট: ৪ মার্চ ২০২১ ১৮:৪৭

পশ্চিমবঙ্গের বিধান সভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে থাকার ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রভিত্তিক রাজনৈতিক দল শিবসেনা। বুধবার (৪ মার্চ) মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক বিবৃতিতে শিবসেনার শীর্ষ নেতা এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় রাউত এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে সঞ্জয় রাউত জানিয়েছেন, মমতাই বাংলার প্রকৃত বাঘ, তিনিই নির্বাচনে ফের বিজয়ীর হাসি হাসবেন। শিবসেনা পশ্চিমবঙ্গ নির্বাচনে অংশ না নিলেও তাদের সমর্থন পাবে তৃণমূল কংগ্রেস (টিএমসি)।

ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সঙ্গে দীর্ঘদিনের মিত্রতা ছিল শিবসেনার। কিন্তু, ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দুই দলের মিত্রতায় ফাটল ধরে।

বিজ্ঞাপন

এদিকে মার্চের ২৭ তারিখ থেকে পশ্চিমবঙ্গে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিজেপি। ইতোমধ্যেই তৃণমূলের অনেক হেভিওয়েট নেতাকে দলে ভিড়িয়েছে বিজেপি।

সেদিক থেকে দেখলে, মহারাষ্ট্রের ওই বিরোধ এখনো পুষে রেখে শিবসেনা পশ্চিমবঙ্গের নির্বাচনেও বিজেপিবিরোধী শিবিরকেই সমর্থন জানালো।

সারাবাংলা/একেএম

টপ নিউজ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে নির্বাচন বিজেপি মমতা ব্যানার্জি শিবসেনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর