Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচ টি ইমামের মৃত্যুতে চট্টগ্রামে শোক

সারাবাংলা ডেস্ক
৪ মার্চ ২০২১ ১৬:৪৬

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হোসেন তৌফিক (এইচ টি) ইমামের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ চট্টগ্রামের রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিরা শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে পাঠানো এক শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন। বঙ্গবন্ধু সরকারের পুরো সময়ও তিনি একই পদে থেকে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।’

বিজ্ঞাপন

‘জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।’

শিক্ষা উপমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এইচ টি ইমামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী শোকবার্তায় বলেন, ‘তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল। এই শূন্যতা পূরণ হবার নয়। আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন এক শোকবার্তায় বলেন, ‘আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহতায়ালা মরহুমকে জান্নাতে নসীব করুন।’

বিজ্ঞাপন

এইচ টি ইমাম আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। ২০০৯ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালে জনপ্রশাসন-বিষয়ক উপদেষ্টা এবং ২০১৪ সাল থেকে আমৃত্যু প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তিনি। আওয়ামী লীগের নির্বাচনি পরিচালনা কমিটির দুবার কো-চেয়ারম্যান এবং প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এইচ টি ইমাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। তিনি দুই সপ্তাহ আগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন। বুধবার (৩ মার্চ) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সারাবাংলা/আরডি/পিটিএম

এইচ টি ইমাম প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর