ফের ভেঙে পড়ল স্পেসএক্স’র রকেট
৪ মার্চ ২০২১ ১৬:৫১
মঙ্গলে রকেট পাঠানোর পরীক্ষামূলক সেশনে স্পেসএক্স’র একটি রকেট উড্ডয়ন শেষ করে ল্যান্ডিংয়ের ভেঙে পড়ে। খবর ডয়চে ভেলে।
এদিকে ২০২৩ সালে চাঁদ এবং ২০২৬ সালে মঙ্গলগ্রহে মানুষ নিয়ে যেতে চায় স্পেসএক্স। তাই তারা স্টারশিপের নিয়মিত পরীক্ষা চালাচ্ছে।
ডয়চে ভেলে জানিয়েছে, স্টারশিপ এসএন-১০ ঠিক ভাবেই উড়ছিল। তিন মিনিটের উড্ডয়ন শেষ করে ফিরে আসছিল। ল্যান্ডিংয়ের আগেই বিপত্তি বাধে। স্পেসশিপে আগুন লেগে যায় এবং তা ভেঙে পড়ে। মিথেন লিক করায় এই কাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এই নিয়ে তৃতীয় বার ভেঙে পড়ল স্পেসএক্সের রকেট। এর আগে ডিসেম্বর ও ফেব্রুয়ারিতেও একইরকম ঘটনা ঘটে।
অন্যদিকে, স্পেসএক্স’র প্রতিষ্ঠাতা এলন মাস্কের পরিকল্পনা হলো, এই স্টারশিপে করে মানুষ নিয়ে চাঁদ ও মঙ্গল অভিযান করা। স্টারশিপে করে চাঁদে যাওয়ার জন্য নাম লিখিয়েছেন জাপানের অন্যতম ধনী ইউসাকু মাইজায়া। বুধবার তিনি খোঁজ করছিলেন, বাকি কারা কারা তার সঙ্গে স্টারশিপে করে চাঁদে যাবেন।
স্টারশিপের চাঁদে যাওয়ার কথা ২০২৩ সালের মধ্যে। ইউসাকুকে প্রশ্ন করা হয়, এতে তো ঝুঁকির সম্ভবনা প্রচুর। তার জবাব ছিল, মাস্ক বলেছেন, কোনো সমস্যা হবে না। তিনি তাকে বিশ্বাস করেন।
সারাবাংলা/একেএম