পি কে হালদারের বান্ধবী অবন্তী ফের রিমান্ডে
৪ মার্চ ২০২১ ১৮:০০
ঢাকা: রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বান্ধবী অবন্তীকা বড়ালের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন অবন্তিকা বড়ালকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ফের তিন দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন।
এদিন আসামির পক্ষে অ্যাডভোকেট মো. ফারুক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। দুদকের পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে, গত ১৩ জানুয়ারি একই আদালত আসামির তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। গত ১৩ জানুয়ারি ধানমন্ডির ১০নং সড়কের একটি বাসা থেকে দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে।
জানা গেছে, পি কে হালদারের মামলার তদন্তে অবন্তীকার সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইতোমধ্যে দুদক থেকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আদালতে হাজির করে রিমান্ড চাইবে দুদকের তদন্তকারী কর্মকর্তা। গত ২৮ ডিসেম্বর পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী ও বান্ধবী অবন্তীকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে ওই সময় তিনি হাজির হননি।
ক্যাসিনো অভিযানের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে এরইমধ্যে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। ক্যাসিনোবিরোধী শুদ্ধি অভিযানের পরপরই প্রশান্ত কুমার হালদারের নাম উঠে আসে। হালদারের দুর্নীতির সংশ্লিষ্টতায় এখন পর্যন্ত ৮৩ ব্যক্তির প্রায় ৩০০০ কোটি টাকা ফ্রিজ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সারাবাংলা/এআই/এমও