ফুটপাতে সন্তান প্রসব, হাসপাতালে নিল পুলিশ
৪ মার্চ ২০২১ ২০:১৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ফুটপাতে ভাসমান নারীর কোলে জন্ম নেওয়া এক নবজাতককে উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে নগরীর বন্দর থানার সামনে ফুটপাত থেকে নবজাতক ও তার মাকে উদ্ধার করে পুলিশ আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালে ভর্তি করে।
নবজাতককে উদ্ধারকারী বন্দর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আমান উল্লাহ সারাবাংলাকে বলেন, ‘সকালে ডিউটিতে যাওয়ার সময় ফুটপাতে এক নারীর কান্নার শব্দ শুনে সেখানে যাই। তখন মাত্র শিশুটি ভূমিষ্ট হয়েছে। কন্যাশিশুটিকে জন্ম দেওয়া ওই নারী ফুটপাতেই থাকেন, মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। পথচারী দুই নারীর সহায়তায় তাদের উদ্ধার করে মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।’
এএসআই আমান জানান, মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দু’জনের শারীরিক অবস্থাই ভালো বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সারাবাংলা/আরডি/টিআর