Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে আরও ৪ কোটি ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক
৫ মার্চ ২০২১ ১৩:০৬

সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) কাছ থেকে আরও চার কোটি ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে চায় বাংলাদেশ।

বৃহস্পতিবার (৪ মার্চ) স্বাস্থ্য সচিব আবদুল মান্নান ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

ইতোমধ্যে ৩ কোটি ডোজ ক্রয়চুক্তির আওতায় ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এছাড়া ভারত সরকারের উপহার হিসেবে সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে ২০ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ।

এই বিষয়ে স্বাস্থ্য সচিব আবদুল মান্নান বলেন, আলোচনা চলছে, দেখা যাক কী হয়। তবে এই বিষয়ে সিরাম ইনস্টিটিউটের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্বাস্থ্য সচিব জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত জোট কোভ্যাক্স উদ্যোগের কাছ থেকে ৬ কোটি ৮০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। জুন মাসে প্রথম চালানে ১ কোটি ডোজ পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

আবদুল মান্নান জানান, ভবিষ্যতে ভ্যাকসিন কেনার বিষয়টি কাদের হাতে থাকবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি সরকার।

বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের একমাত্র পরিবেশক বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, অতিরিক্ত ডোজের কোনো অর্ডার আমাদের দেওয়া হয়নি। এখন পর্যন্ত আমাদের কাছে ৩ কোটি ডোজ কেনার অর্ডার রয়েছে। অতিরিক্ত ভ্যাকসিন কেনার বিষয়টি সরকারের ওপর নির্ভর করছে।

সারাবাংলা /এসএসএ

ভ্যাকসিন সিরাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর