Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুজিববর্ষের সেরা করদাতা সম্মাননা পেলেন কাউছ মিয়া

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২১ ১৭:৩৫

ঢাকা: মুজিববর্ষে দেশের অগণিত সব বাঘা বাঘা ব্যবসায়ীদের পেছনে ফেলে এবারও সেরা করাদাতা হয়েছেন পুরান ঢাকার জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া। আর সে জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাকে সম্মাননা দিলো।

শুক্রবার (৫ মার্চ) সকালে এনবিআর সম্মেলন কক্ষে কাউছ মিয়াকে এ সম্মাননা দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো রহমাতুল মুনিম।

এর আগে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মুজিববর্ষের সেরা করদাতা হিসেবে কাউছ মিয়ার নাম ঘোষণা করে। আর এ সম্মাননা শুধু তিনি একাই পান।

কাউছ মিয়া ৬১ বছর ধরে কর দিয়ে আসছেন। ১৯৫৮ সালে প্রথম কর দেন তিনি। কাউছ মিয়ার বাবা চাইতেন না তিনি ব্যবসা-বাণিজ্যে নামেন। তবে বাবার অনিচ্ছা সত্ত্বেও মায়ের কাছ থেকে টাকা নিয়ে ১৯৫০ সালে চাঁদপুরের পুরান বাজারে মুদি দোকান দেন কাউছ মিয়া। এরপর ধীরে ধীরে ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট হন তিনি। পরের ২০ বছর তিনি চাঁদপুরেই ব্যবসা করেন। ১৯৭০ সালে নারায়ণগঞ্জে চলে আসেন এবং তামাকের ব্যবসা শুরু করেন। বর্তমানে ৪০ থেকে ৪৫ ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তিনি।

সম্মাননা পেয়ে হাজী মো কাউস মিয়া বলেন, ‘একাত্তরের সময় বঙ্গবন্ধু আমাকে ভালোবেসে ছিলেন। এখন তার শতবর্ষে এসে এ পুরষ্কার আমার জন্য অনেক প্রাপ্তি। আমি অনেক খুশি এই পুরস্কার পেয়ে।’

সারাবাংলা/একে

কাউছ মিয়া জর্দা ব্যবসায়ী কাউছ মুজিববর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর