Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুজির প্রধান সমন্বয়কসহ ৩ জঙ্গি রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২১ ২০:২৮

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) অপারেশন শাখার প্রধানসহ তিন সদস্যের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (৫ মার্চ) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ার মো. নোমানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলাটির তদন্ত সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট তিন আসামিকে আদালতে হাজির করে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলো- হুজির প্রধান সমন্বয়ক ও অপারেশন শাখার প্রধান মো. মাইনুল ইসলাম, শেখ সোহান স্বাদ ওরফে বারা আব্দুল্লাহ ও মুরাদ হোসেন করিব।

অস্ত্র-বিস্ফোরক সংগ্রহ করছিল হুজি, গ্রেফতার ৩

গত বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেল সোয়া ৫টায় যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকা থেকে তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন, একটি মাইক্রোফোন, একটি চাপাতি, দু’টি ছোরা, ১০টি ডেটোনেটর, ১৭০টি বিয়ারিং লোহার বল, একটি স্কচটেপ, পাঁচ লিটার এসিড, তিনটি আইডি কার্ড ও একটি জিহাদি বই উদ্ধার করা হয়।

সারাবাংলা/এআই/এমও

জঙ্গি হুজি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর