Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাক-বাজেট আলোচনায় ৭ দফা প্রস্তাব বিড়ি কারখানা মালিকদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ২১:০০

ঢাকা: আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটকে সামনে রেখে সাত দফা প্রস্তাব দিয়েছে রংপুর জেলা বিড়ি শিল্প মালিক সমিতি।

শনিবার (৬ মার্চ) দুপুরে রংপুর নগরীর আরডিআরএস ভবনের রোকেয়া হলে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা সভায় এ প্রস্তাব তুলে ধরা হয়। বিড়ি শিল্প মালিক সমিতির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) আলমগীর হোসেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি), জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক নীতি) মাসুদ সাদিকসহ অন্যরা।

আলোচনায় শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় সাত দফা দাবি তুলে ধরেন বিড়ি কারখানার মালিকরা। দাবিগুলো হলো— সরকার নির্ধারিত মূল্যের চেয়ে কম দামে বিড়ি বিক্রির প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা; জাল ব্যান্ডরোল সহজে শনাক্ত করা যায়— এমন ব্যান্ডরোলের ব্যবস্থা করা; ২০২০-২১ অর্থবছরের বাজেটে বিড়ির ওপর বাড়ানো ৪ টাকা মূল্যস্তর প্রত্যাহার করা; বিড়িতে অগ্রিম ১০ শতংশ আয়কর প্রত্যাহার করা; অনলাইনে রিটার্ন দাখিলে জরিমানা মওকুফ করা; সিগারেটের মতো বিড়িতেও বাকিতে ব্যান্ডরোল কেনার সুযোগ দেওয়া; এবং বিড়িকে কুটির শিল্পের মর্যাদা প্রদান।

আলোচনায় রংপুর জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান বলেন, বিড়ি শিল্পে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর ২০ লাখেরও বেশি শ্রমিক নিয়োজিত। বিশেষ করে সমাজের অসহায়, বিধবা, স্বামী পরিত্যক্তা, শারীরিকভাবে বিকলাঙ্গ, নদী ভাঙন ও চর এলাকার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করে। মাত্রাতিরিক্ত শুল্ক বাড়ানোর ফলে শিল্পটি ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিড়িতে শুল্ক বাড়ানোর ফলে অসাধু ব্যবসায়ীরা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি তৈরি করে বাজারজাত করছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ পরিস্থিতিতে তিনি তাদের সাত দফা প্রস্তাবনা মেনে নেওয়ার আহ্বান জানান।

পরে রংপুর জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মজিবর রহমান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাতে সাত দফা প্রস্তাবনার একটি কপি তুলে দেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

এনবিআর চেয়ারম্যান প্রাক-বাজেট আলোচনা বিড়ি শিল্প রংপুর জেলা বিড়ি শিল্প মালিক সমিতি

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর