সদস্যদের জন্য ‘অ্যাপ’ নিয়ে এলো বিজিএমইএ
৬ মার্চ ২০২১ ২১:৩৬
ঢাকা: ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সংগতি রেখে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ শুধুমাত্র তার সদস্য প্রতিষ্ঠানসমূহের জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ উদ্বোধন করেছে। শনিবার (৬ মার্চ) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার প্রধান অতিথি হিসেবে এই মোবাইল অ্যাপটি ভার্চুয়ালি উদ্বোধন করেন।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘এটুআই’ প্রকল্পের পলিসি এডভাইজর আনির চৌধুরী।
অ্যাপটি সদস্যদের কাছে পোশাক শিল্প সংক্রান্ত সব তথ্যের জন্য ওয়ান স্টপ সোর্স হিসেবে কাজ করবে। অ্যাপের প্রধান দিকগুলো হলো- শিল্পসংক্রান্ত সংবাদ, প্রচারপত্র (সার্কুলার), বাণিজ্য মেলা, সদস্যদের ডাইরেক্টরি, স্থিরচিত্র ও ভিডিও চিত্র। বিজিএমইএ’র অধীনে এই অ্যাপটি অ্যাপল স্টোর ও এনড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
গুলশানের বিজিএমইএ পিআর অ্যান্ড মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি (অর্থ) এম এ রহিম ফিরোজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এমও