Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে তেঁতুল বিচি আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২১ ২১:৫৪

হিলি (দিনাজপুর): দেশে যার কোনো মূল্য নেই, সেই তেঁতুল বিচি প্রথমবারের মতো ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা হয়েছে।

শনিবার (৬ মার্চ) বিকেলে ভারত থেকে চট্টগ্রামের উজ্জল শাহ নামের এক আমদানিকারক এই তেঁতুল বিচি আমদানি করেন।

হিলি কাস্টমসের তথ্যমতে, শনিবার ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ৩টি ট্রাকে ৯০ মেট্রিক টন তেঁতুল বিচি আমদানি করা হয়েছে।

তেঁতুল বিচি আমদানির বিষয়টি নিশ্চিত করে আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি অনিক সরকার জানান, যদিও দেশের মানুষ তেঁতুল খাবার পর সেই বিচিগুলো ফেলে দেয় বিভিন্ন জায়গায়। তবে মশার কয়েল তৈরির কাঁচামাল হিসেবে তেঁতুল বিচির চাহিদা থাকায় প্রথমবার এটি আমদানি করা হচ্ছে। এছাড়া হোয়াইট বোর্ড তৈরি তেঁতুল বিচির ব্যবহার রয়েছে। আমদানিকৃত এসব তেঁতুল বিচি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এমও

আমদানি তেঁতুল বিচি

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর