Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভ্যাকসিন নিলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক
৭ মার্চ ২০২১ ১১:০৯

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিনের প্রথম ডোজ শরীরে নিয়েছেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। শনিবার (৬ মার্চ) ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের ধর্মশালায় উপস্থিত হয়ে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। খবর বিবিসি।

ভ্যাকসিন নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় দালাই লামা বলেন, মহামারি থেকে বাঁচতে ভ্যাকসিন খুবই সহায়ক ভূমিকা রাখবে।

এর আগে, ১ মার্চ থেকে ৪৫-৬০ বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু করে ভারত। সেই নীতিমালা মেনেই ভ্যাকসিন নিয়েছেন ৮৫ বছর বয়সী দালাই লামা।

এ ব্যাপারে হিমাচল প্রদেশের কাংরা জেলার মেডিকেল অফিসার ডা. গুরদর্শন গুপ্ত বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, সাধারণ মানুষের মতোই কেন্দ্রে এসে ভ্যাকসিন নিয়েছেন দালাই লামা। নিরাপত্তার কথা ভেবেই সকালের দিকে তাকে ভ্যাকসিন দেওয়া হয়।

সারাবাংলা/একেএম

করোনা ভ্যাকসিন কোভিড-১৯ টপ নিউজ দালাই লামা নভেল করোনাভাইরাস


বিজ্ঞাপন
সর্বশেষ

‘আমাদের সেনাবাহিনী যেন তৈরি থাকে’
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:২৯

আগস্টে কমেছে মূল্যস্ফীতি
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৭

সম্পর্কিত খবর